অনলাইনে জনপ্রিয় শিক্ষক ফাহাদকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

শিক্ষক ফাহাদ
শিক্ষক ফাহাদ  © সংগৃহীত

চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত থাকায় জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফাহাদ টিউটোরিয়াল’ এর শিক্ষক ফাহাদ ও সানি সহ আরও দুইজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুর ১০ এর নিজ অফিস থেকে তাকে নিয়ে যায় বলে জানা যায়। 

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা এক শিক্ষার্থী জানায়, ক্লাস চলমান অবস্থায় পুলিশ আসে। প্রথমে তারা স্যারের ফোন চেক করেন যা আইন লঙ্ঘন করে। জোরপূর্বকভাবে ফাহাদ স্যারসহ আরও ৪ জনকে এরেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। শুরু থেকেই উনি আমাদের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। দেশের সকল শিক্ষার্থী যারা উনাকে চিনেন উনার থেকে উপকৃত হয়েছেন সবার প্রতি আহ্বান জানানো হলো যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে। 

এ বিষয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী জানায়, আমার শিক্ষক ফাহাদ স্যারকে গ্রেপ্তারের বিষয়টি সত্য। আমার মত যারা প্রান্তিক অঞ্চলে পড়াশোনা করেছে, তারা প্রত্যেকেই আমাদের স্কুল প্লাটফর্মকে খুব ভালো করে চিনতো। আপনাদের খুব ভালো করেই নিশ্চয়ই জানা আছে যে গ্রামীণ স্কুলগুলোতে দক্ষ শিক্ষক ও শিখন পদ্ধতিতে কতটা জটিলতা থাকে। অষ্টম শ্রেণিতে পরমাণুর গঠন থেকে কলেজ ভর্তির আগ পর্যন্ত ফাহাদ স্যার আমার বেসিকটা গড়ে দিয়েছেন, তার দুটো প্রাইভেট কোর্সে ছিলাম। আর সাধারণ শিক্ষার্থীদের জন্য তো অগণিত ফ্রি ভিডিও করেছেন, কতটা গঠনমূলক এবং সহজবোধ্য আলোচনা করে বিজ্ঞানকে সহজ করেছেন এই মানুষটি এমনকি এসএসসি বিজিএসও তিনি এত সুন্দর পড়িয়েছলেন, বলার ভাষা নেই। চলমান পরিস্থিতিতে খুবই খারাপ অবস্থা নিজের মনের, সেই নয় তারিখে শেষ এইচএসসি দিয়েছিলাম। এখন আবার নিজের শিক্ষককে নিয়ে এমন খবর শুনলাম। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence