নিজ বাসায় সংগীতশিল্পী সাদী মহম্মদের ঝুলন্ত লাশ

প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মহম্মদ
প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মহম্মদ  © সংগৃহীত

দেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মহম্মদ মারা গেছেন। বুধবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। 

পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে। তবে মৃত্যুর কারণ জানতে চাইলে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন স্বজনেরা।

পরে সাদী মহম্মদের ভাই শিবলী মহম্মদ জানান, সন্ধ্যায় তাঁর ঘর ভেতর থেকে দরজা বন্ধ ছিল। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় তাঁর মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

সাদী মহম্মদ রবীন্দ্রসঙ্গীতের ওপরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তাঁর ‘শ্রাবণ আকাশে’ ও ২০১২ সালে ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশিত হয়।

এছাড়া তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন। ২০১৫ সালে বাংলা একাডেমি ২০১২ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করে। 

১৯৭১ সালে সাদী মহম্মদের বাবা বাবা সলিমউল্লাহকে স্বাধীনতাবিরোধী শক্তি হত্যা করে। তাঁর বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমউল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদী মহম্মদের ভাই শিবলী মহম্মদ প্রখ্যাত নৃত্যশিল্পী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence