রাজধানীতে ফ্যানে ঝুলছিল ছাত্রীর দেহ, চিকিৎসক বললেন—মারা গেছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। নিহত ছাত্রী মোছা. আফরিন (১৬) স্থানীয় আশ্রাবাদ হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বাবা মো. আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, আফরিন রাতে মায়ের ওপর অভিমান করে নিজ রুমের দরজা আটকিয়ে সবার অগোচরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নার মাধ্যমে গলায় ফাঁস দেয়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
আরো পড়ুন: শিক্ষিকার সঙ্গে ‘ব্রেক আপে’র জেরে গলায় ফাঁস নিলেন ছাত্র
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আফরিনকে মৃত ঘোষণা করেন বলে জানান বাবা আব্দুর রউফ। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।