মেয়েকে অপহরণ, মায়ের চিৎকারে এগিয়ে আসেনি কেউ

  © সংগৃহীত

চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার ইস্পাহানি জেটি রোডে দিনে দুপুরে এক এসএসসি পরিক্ষার্থীকে অপহরণ করে চার তরুণ। তবে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে এই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পরিক্ষার্থী তার মায়ের সঙ্গে হেঁটে যাচ্ছিল ওই পথে। সড়কের পাশে আগে থেকে সিএনজি অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন চার তরুণ। মা-মেয়ে ওই অটোরিকশার কাছাকাছি হতেই তরুণেরা ঘিরে ধরেন তাঁদের। এরপর জোর করে মেয়েকে তুলে নিয়ে চলে যায় অটোরিকশায়। এ সময় অসহায় মা আল্লাহ, আল্লাহ গো বলে চিৎকার করছিলেন। কিন্তু আশপাশের কেউ এগিয়ে এসে অপহরণকারী তরুণদের বাধা দেয়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, দিনদুপুরে মায়ের সামনে থেকে তাঁর কিশোরী মেয়েকে অপহরণ করা হয়। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। এরপর পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে কিশোরীকেও। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি জাহিদুল কবির আরও বলেন, আসামি শাকিল ও ওই কিশোরীর বাড়ি পাশাপাশি। শাকিল একটি কারখানায় কাজ করেন। কিশোরী এবার এসএসসি পরীক্ষা দেবে। শাকিল তাকে প্রায় উত্ত্যক্ত করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল স্বীকার করেন, তাঁর এক বন্ধুর পরামর্শে কিশোরীকে তুলে এনেছিলেন।


সর্বশেষ সংবাদ