বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ডিবি পুলিশ পরিচয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বড় বোনের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দলটি অভিযোগ করেছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের ভাষ্য, তার বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
আরো পড়ুন: ‘বাসে আগুন দেওয়ার সময়’ ঢাকা কলেজের ছাত্রদল নেতা আটক
তিনি গণমাধ্যমকে বলেন, ১৫/২০ জন গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসায় যান। সেখানে থেকে তাকে তুলে নিয়ে যান তাকে। এ সময় তার ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে গেছে বলে জানান তিনি।