বিশ্ববিদ্যালয় ছাত্রকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপন দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ০৯:৪২ PM
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রবিউল ইসলামকে অপহরণের ঘটনায় তাকে উদ্ধারসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার তাকে অপহরণ করে চক্রটি। ৩০ লাখ টাকা মুক্তিপণ চায় সৌদি আরব প্রবাসী বাবার কাছে।
পরে বিষয়টি র্যাবকে পরিবার জানালে তিন দিন পর মঙ্গলবার রবিউলকে জীবিত উদ্ধার করা হয়েছে। র্যাব-২ এর সিনিয়র পুলিশ সুপার (মিডিয়া) শিহাব করিম বুধবার (১১ অক্টোবর) এ তথ্য জানান। গ্রেপ্তার দু’জন হলো চক্রের হোতা এক নারী (৩৫) ও তার সহযোগী মো. রাজু (৪৫)।
শিহাব করিম জানান, রবিউল মোহাম্মদপুরে ভাড়া বাসায় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। শনিবার ব্যক্তিগত কাজে বের হয়ে নিখোঁজ হন তিনি। তাকে না পেয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরদিন সকালে রবিউলের বাবাকে ফোন দিয়ে অপহরণের কথা জানিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ চায় চক্রটি।
আরো পড়ুন: ঢাকা কলেজের হল থেকে ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার
গত সোমবার ভুক্তভোগীর পরিবার বিষয়টি র্যাবকে জানায়। র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত নারীর পল্লবীর বাসা থেকে উদ্ধার করে রবিউলকে। মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এলাকা থেকে মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়েছিল তাকে।