হারুন কাণ্ডে আরও ৫ দিন সময় চায় তদন্ত কমিটি

১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
এডিসি হারুন ও আহত ছাত্রলীগ নেতা

এডিসি হারুন ও আহত ছাত্রলীগ নেতা © ফাইল ফটো

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগে সাময়িক বরখাস্ত এডিসি হারুনের বিষয়টি সুরাহা করতে আরো পাঁচ কর্মদিবস সময় চেয়েছে পুলিশের গঠিত কমিটি।

মঙ্গলবার এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তদন্ত কমিটির পক্ষ থেকে আরও পাঁচ কর্মদিবস সময় চেয়ে ডিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে। 

৩ সদস্যের তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) আবু ইউসুফকে। দুই সদস্য হলেন, রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মতিঝিল বিভাগ) মো. রফিকুল ইসলাম।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ গণমাধ্যমকে জানান, আমরা চেষ্টা করেছি দুই দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে। তবে সেটা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ, সাক্ষ্যগ্রহণ, জিজ্ঞাসাবাদসহ অনেক কাজ বাকি।

উল্লেখ্য, গত শনিবার তুলে নিয়ে শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

ভুক্তভোগী দুজন হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

মোস্তাফিজের ছবি ফেসবুক পেজ থেকে মুছে দিল কেকেআর
  • ০৩ জানুয়ারি ২০২৬
বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার চার আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
  • ০৩ জানুয়ারি ২০২৬
প্রাণ গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, পদ ৫০, আবেদন…
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে দুই আসনে ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে চীন, আবেদন স্নাতকোত্তর-পিএইচডি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!