‘৩৫ চাই’ আন্দোলনের নেতাদের জামিন মঞ্জুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ২২ জুন ২০২৩, ০৭:৪১ PM
রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলন চলাকালে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের জামিন মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, জামিন পাওয়া আসামিরা হলেন- সাঈদ বাচ্চু, শরীফুল হাসান শুভ, আব্দুর রহমান, তাসনিমুল হাসান অর্ণব, রাকিবুল হাসান, জাকির হোসেন, আরিফ হোসেন, আবু বক্কর সিদ্দিকী, রোকন হোসেন ও মামুন রশিদ রতন।
এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী ইশরাত হাসান বলেন, গতকাল ২ জন এবং আজ ৫ জনের জামিনের বিষয়ে আমি আদালতে ছিলাম। আজ আন্দোলনকারীরা সবাই জামিন পেয়েছে। জামিন শুনানিতে আদালত আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে তাদের জামিন দিয়েছেন।
এ বিষয়ে '৩৫ চাই' আন্দোলনের নেতা জনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ দুপুর ২ টার দিকে সিএমএম আদালতের ৮ নম্বর কোর্টে মামলার শুনানি হয়। পরে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। আশাকরি আগামীকাল তারা মুক্তি পাবেন।
এর আগে, গত (১০ জুন) সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ ৩ দফা দাবিতে ৬ ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। সেদিন রাত ৮টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ১০ আন্দোলনকারীকে আটক করে পুলিশ, আহত হন অন্তত ২০ জন।