নিজ বাসায় ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:৫৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
পিরোজপুরে নিজ বাসা থেকে অমিত মিথুন সিকদার ওরফে তুন্না সিকদার (২২) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় মহিতাজ উদ্দিন শিকদারের ছেলে।
প্রতিবেশীরা জানান, আজ বুধবার দুপুরে তুন্নার বড় ভাই মুন্না সিকদার শহর থেকে বাড়ি এসে তাদের ঘরটি ভেতর থেকে বন্ধ দেখেতে পান। ডাকাডাকি করলে ভেতর থেকে ভাইয়ের সাড়া না পেয়ে পেছনের দিকে যান। তখন পেছনের কক্ষের জানলায় তাকে ঝুলন্ত অবস্থা দেখতে পান তিনি।
পরে মুন্নার চিৎকারে ছুটে আসেন বাড়ির অন্যরা, দৌড়ে আসেন প্রতিবেশীরাও। তারা দরজা ভেঙে তুন্নাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, তুন্না সিকদারকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানার ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, দুপুরে পৌরসভার শিকারপুর (সাহেবপাড়া) এলাকার বাড়িতে ঝুলে থাকার সময় স্বজনরাই মরদেহটি নামিয়ে আনে। পরে তাদেরকে খবর দেওয়া হয়।
“খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”