টোল কর্মচারীদের মারধরের শিকার ৫ কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৮:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
খুলনার পাইকগাছা উপজেলায় ব্রিজের টোল আদায় করা কর্মচারীদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন ৫ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহতদের মাথা, হাত-পা পিটে জখম হয়েছে।
আজ শুক্রবার দুপুরের দিকে শিববাটি ব্রিজে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র হাসিবুর রহমান, খুলনা বিএল কলেজছাত্র শামিম রেজা, হাবিবুর রহমান ও ইমরান হোসেন।
জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে টোল প্লাজায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মোটরসাইকেলের ১০ টাকার টোল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন কর্মচারীরা। একপর্যায়ে টোল কর্মচারীরা ছাত্রদের পিটিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দেখতে যান পাইকগাছা কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল বলেন, এসব ছাত্রের সঙ্গে টোল নিয়ে মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।