স্কুলশিক্ষিকা ও স্বামী-সন্তানকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্কুলশিক্ষিকা ও স্বামী-সন্তানকে ছুরিকাঘাত
স্কুলশিক্ষিকা ও স্বামী-সন্তানকে ছুরিকাঘাত  © সংগৃহীত

ছেলের উপর হামলার প্রতিবাদ করায় স্কুল শিক্ষিকা ও তার স্বামী-সন্তানকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। হামলায় ছাগলনাইয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা আক্তার (৪৭), তার স্বামী ব্যবসায়ী একেএম ফরিদুল আলম (৫২) ও ছেলে একেএম আইনুল আলম (২২) আহত হয়েছে। একজনকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

শনিবার (৮ এপ্রিল) বিকেলে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা প্রাঙ্গণ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায়।  তাদের মধ্যে একেএম ফরিদুল আলমের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শিক্ষিকা ও তার ছেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

আহত স্কুল শিক্ষিকা বাদী হয়ে শনিবার রাতে ছাত্রলীগ নেতা ফয়সাল, তার ভাই তাহসিফ, তাদের মা রাবেয়া আক্তার ও স্থানীয় মানিকের ছেলে সনেটকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী ফয়সাল (২৩) ও তার মা রাবেয়া আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ফয়সাল ওই এলাকার শিমুলের ছেলে। ফয়সাল ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

স্কুল শিক্ষিকা শামীমা আক্তার বলেন, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের থানা পাড়া এলাকার মো. শিমুলের ছেলে ফয়সাল, তাহসিফ ও মো. মানিকের ছেলে সনেট সহ একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে থানা পাড়াসহ আশপাশের এলাকা মাদক সেবন, বিক্রি ও নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তারা কারণে অকারণে মানুষের উপর হামলা করে চলছিলো। শনিবার বিকেলে তারা আমার ছেলে একেএম আইনুল আলমকে মারধর করে। 

আরও পড়ুন: তিন ছাত্রকে মারধরের ৫ দিনেও কোনো ব্যবস্থা নেয়নি পাবিপ্রবি

সে বাসায় এসে হামলার কথা আমাকে জানালে আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে বিষয়টি জানার জন্য ছেলেসহ হাসপাতালের সামনে যাই। এতে ছাত্রলীগ নেতা ফয়সাল ও তার কয়েক সাঙ্গপাঙ্গ আমাদের দেখে আরও ক্ষিপ্ত হয়ে যায়। আমার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে কি লিখছে- একথা বলে তেড়ে এসে আমাকে, আমার স্বামী ও ছেলেকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। তারা আমার হাতে এবং আমার স্বামীর বুকে ছুরি চালায়। তৎক্ষণিক পুলিশ ফয়সালকে ছুরি সহ আটক করে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence