‘ভালো থেকো তুমি’ ফেসবুক লাইভে এসে ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা
ফেসবুক লাইভে এসে ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা  © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অই শিক্ষার্থীর নাম রনজু আহমেদ। সে উপজেলার কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও একই এলাকার হরফ আলীর ছেলে। রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মৃতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (২৭ মার্চ) গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজের ফেসবুক আইডিতে লাইভ চালু করে সেখানে রনজু শিরোনাম দেয় ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী।’ তারপর গলায় রশি পেঁচিয়ে ঘরের তলা পাড়ার তীরের সঙ্গে ঝুলে পড়ে সে।

লাইভ চলার প্রায় ৯ মিনিটের মাথায় পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। রশি থেকে নামানো হলে ততক্ষণে সে মারা যায়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান তিনি।

নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় রনজু আহমেদ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence