দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলা

সিলেটের এমসি কলেজ
সিলেটের এমসি কলেজ

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে ধর্ষণের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে আদেশ বাস্তবায়ন করতে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী। এ ঘটনায় স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় আটজনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

আরো পড়ুন: অনলাইন জুয়া: সাবেক ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৬

গত বছরের ১৭ জনুয়ারি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক চৌধুরী মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। এ ঘটনায় চাঁদাবাজির আরেকটি মামলায় আসামিদের বিরুদ্ধে পৃথক চার্জশিট দেয়া হয়েছে আদালতে।


সর্বশেষ সংবাদ