সেতু থেকে ফারদিনের লাফ দেওয়ার সিসিটিভি ফুটেজ দিল র‌্যাব

সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া  © সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী ফারদিন নুর পরশের মৃত্যু সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে একটি সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার কথা জানালো র‍্যাব। আজ বুধবার (১৪ ডিসেম্বর) রাতে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে র‍্যাব জানায়, ৪ নভেম্বর দিবাগত রাত ০২.৩৪.০৯ ঘটিকায় সুলতানা কামাল ব্রিজের রেলিং ক্রস করে ফারদিন এবং রাত ২.৩৪.১৬ ঘটিকায় সুলতানা কামাল ব্রিজের উপর থেকে স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দেয়। 

ঝাঁপ দেয়ার পর রাত ০২.৩৪.২১ ঘটিকায় শীতলক্ষ্যা নদীর পানিতে পড়ে ফারদিন। রাত ০২.৩৫.০৯ ঘটিকায় ফারদিনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এছাড়াও রাত ০২.৫১ ঘটিকায় ফারদিনের হাতের ঘড়িতে পানি ঢুকে অকার্যকর হয়ে পড়ে জানায় র‍্যাব।


সর্বশেষ সংবাদ