ছাত্রলীগ নেতাকে নির্যাতন, সরিয়ে দেওয়া হলো পুলিশের ওসিকে

লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল
লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল  © সংগৃহীত

ছাত্রলীগ নেতাকে নির্যাতনের পর লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুলকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসানের ১৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক এটিএম গোলাম রসুলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৮ সেপ্টেম্বরের মধ্যে এপিবিএন-এ যোগদানের নিমিত্তে ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় ১৯ সেপ্টেম্বর হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যাণ্ড রিলিজ) বলে গণ্য হবেন।

উল্লেখ্য, থানায় ডেকে মিজানুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুলের বিরুদ্ধে। এর প্রতিবাদে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে। মিজানুর কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

আরো পড়ুন: মধ্যরাতে ইবির দুই হলে বিস্ফোরণ, আতঙ্ক

এর আগে স্থানীয় এক সাংবাদিককে থানায় ডেকে এনে গ্রেফতারের অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। এসব বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। একপর্যায়ে ওসি গোলাম রসুলের ঘটনা নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। এর মধ্যেই তাকে বদলির প্রজ্ঞাপন জারি করছে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অবশ্যই প্রতিপালনে প্রস্তুত আছেন।


সর্বশেষ সংবাদ