৮ ক্রিকেটারকে নিয়ে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরু
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ PM

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। বৈশ্বিক এই টুর্নামেন্টে ব্যর্থ মিশনের পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত হয়ে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।
আসন্ন এই সিরিজকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে ৮ ক্রিকেটারকে দেখা গিয়েছে। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা এই ক্যাম্পে রয়েছেন।
এ ছাড়া প্রধান কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের সবাই এই ক্যাম্পে রয়েছেন। আর রাতে দলের সঙ্গে যোগ দেবেন বাকি ৭ ক্রিকেটার।
এদিকে, আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে রোডেশিয়ানরা। এরপর সোজা সিলেটে পৌঁছাবে সফরকারীরা। সেখানে আগামী ২০ এপ্রিল থেকে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতেছিল বাংলাদেশ। সেবার ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। এ ছাড়া ২০২১ সালে হারারেতে শেষবারের দেখায় স্বাগতিক জিম্বাবুয়েকে টেস্টে ২২০ রানে হারায় বাংলাদেশ।
সবমিলিয়ে ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে দল দুটি। যেখানে বাংলাদেশ ৮ এবং জিম্বাবুয়ে ৭টিতে জিতেছে। টাইগারদের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে টেস্ট ম্যাচ জিতে রোডেশিয়ানরা।