সিরিজ হেরে দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ PM

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের শেষটাও রঙিন হয়নি পাকিস্তানের। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে পরাজয়ের পর ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হেরে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ নিয়েছে দ্য গ্রিন ম্যানরা। ফলে, স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।
তবে এর মধ্যে খুশদিল শাহের অবস্থা হয়তো আরও বেশি খারাপ ছিল। নয়তো সমর্থকদের কথায় এতটা চটে যাওয়ার কথা নয় এই অলরাউন্ডারের। তবে কেবল মেজাজ হারিয়েই ক্ষান্ত হননি তিনি। বাউন্ডারি সীমানা পেরিয়ে সেই দর্শককে পেটাতে এগিয়ে গিয়েছিলেন এই অলরাউন্ডার। যদিও উপস্থিত নিরাপত্তারক্ষী ও সতীর্থরা রুখে দেন তাকে।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পরের ঘটনা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। এতে হোয়াইটওয়াশের লজ্জা নিশ্চিত হয় সফরকারীদের। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন ড্রেসিংরুমের দিকে ফিরছে পুরো পাকিস্তান দল। সে সময়েই মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশ করে তীর্যক মন্তব্য ছুঁড়তে থাকেন।
বিষয়টি একেবারে ভালোভাবে নেননি খুশদিল শাহ। মেজাজ হারিয়ে সেই দর্শকের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনী পর্যন্ত চলে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেশ কষ্টে তাকে ফেরানো হয়।
এ প্রসঙ্গে পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের প্রতিবেদন ইমরান সিদ্দিকী পিসিবির বরাত দিয়ে জানান, দুজন আফগান নাগরিকই পুরোটা সময় ক্রিকেটারদের নাম ব্যবহার করে তীর্যক বাক্য ছুঁড়ে দিচ্ছিল। খুশদিল তাদের থামতে বললেও তারা থামেননি। এরপরেই মেজাজ হারান তিনি।