এফডিআই নিয়ে সুসংবাদ দিয়ে কড়া প্রতিবাদ
‘কার্টুন দেখে মনে হচ্ছিল প্লেন থেকে ঝাঁপ দেয়া, সামিট আর প্রেজেন্টেশন করা ছাড়া কিছু করি না’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:০৬ AM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৬:৪৪ PM
২০২৫ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে বিদেশী বিনিয়োগ (নেট এফডিআই) এসেছে ১০ হাজার ৫০০ কোটি টাকা। এটি আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। আর অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৫ এই ছয় মাসে নেট এফডিআই দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০০ কোটি টাকা, যা আগের সরকারের শেষ ছয় মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।
বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সূত্র উল্লেখ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সদস্য চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এই বছরের প্রথম তিন মাসে বিদেশী বিনিয়োগ (নেট এফডিআই) হয়েছে দশ হাজার পাঁচশ কোটি টাকা। ২০২৪ এর একই সময়ের তুলনায় এটা দ্বিগুণের চেয়ে একটু বেশি। আর অক্টোবর থেকে হিসাব করলে ছয় মাসে এফডিআই এসেছে ষোলো হাজার পাঁচশ কোটি টাকা, যা গত সরকারের আমলের শেষ ছয় মাসের তুলনায় মাত্র দ্বিগুণ। সূত্র: বাংলাদেশ ব্যাংক।’
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, এই বছরের এফডিআই আসার পেছনে আমাদের ভূমিকা যৎসামান্য। বিনিয়োগের ডিসিশন আগেই হয়ে ছিলো। সম্ভবত প্রসেস একটু গতিশীল হয়েছে। যেমন, বিডা ও বাংলাদেশ ব্যাংক এখন অনেক দ্রুত ফরেন লোনগুলোকে স্ক্রুটিনি ও অ্যাপ্রুভ করছে।’
আশিক মাহমুদ বলেন, ‘প্রায় মাস দুই আগে একটা কার্টুনসহ রিপোর্ট করা হলো একই সময়কে ফ্রেম করে। পড়ে মনে হচ্ছে প্লেন থেকে ঝাঁপ দেয়া, সামিট আর প্রেজেন্টেশন করা ছাড়া আমরা কিছু করি না। আর তাই বিনিয়োগ ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দেশ ধ্বংস, ইত্যাদি। প্রভিশনাল বা প্রস্তাবিত ডাটা নিয়ে এরকম একটা নেগেটিভ রিপোর্ট করে পাবলিককে সেনসিটাইজ করাটা দুঃখজনক। এমনিতেই বাংলাদেশে ডাটা নিয়ে অনেক কনফিউশন। তার উপর এইসব অপসাংবাদিকতা মানুষকে বিভ্রান্ত করে। আমার গত আট মাসে কজন দারুন রিপোর্টারের সাথে পরিচয় হয়েছে। স্ট্রেইট কাট প্রশ্ন করেন। রিপোর্ট করার আগে বিষয়বস্তু বোঝার চেষ্টা করেন। অন্যরা তাদের মত হলে খুব ভালো হতো।’