ভোরে বরগুনা নির্বাচন অফিসে আগুন, পুড়ে গেছে ভোটার তালিকা-ব্যালট বাক্স

বরগুনা নির্বাচন অফিসে আগুন
বরগুনা নির্বাচন অফিসে আগুন  © টিডিসি

বরগুনা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের হিসাব শাখা রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, ফটোকপি মেশিন, একটি ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান।

জানা গেছে, ঘটনার সময় দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে চলে যান। পরে এক পরিচ্ছন্নতাকর্মী কাজ করতে গিয়ে একটি রুম থেকে কটকট শব্দ শুনতে পান। বিষয়টি অন্যদের জানালে তারা এসে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনার উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আগুন মূলত হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল। পাশে থাকা মূল স্টোররুমটি অক্ষত রয়েছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এ ঘটনায় অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র, নির্বাচনী সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় প্রশাসনিকভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পুরো অফিস ভবন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!