ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজসহ তিন বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১২:০৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৩৫ PM
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (২৯ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। ‘ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম মুনতাসির এবং সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থী সানিউর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন—জেলা গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক আব্দুন নুর, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সহসভাপতি বিশ্বজিৎ পাল, প্রভাষক ও সাংবাদিক শাহাদৎ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাবের হোসেন, ওমর ফারুক, মানজুরুল হাসান ও জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের কর্মী মুকাররম হোসেন, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের মোজ্জামেল হক, পৌর কলেজের সাইফুল ইসলাম এবং অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তফা জাফরি।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহাসিক, জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও এখানকার নাগরিকরা এখনো একটি সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের সুবিধা থেকে বঞ্চিত। প্রায় ৩৪ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একটি ২৫০ শয্যার হাসপাতাল ও কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যা মোটেও পর্যাপ্ত নয়।
তারা বলেন, হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত রোগীদের অনেককেই উন্নত চিকিৎসার অভাবে ঢাকায় নেওয়ার পথে প্রাণ হারাতে হয়। সরকারি মেডিকেল কলেজ না থাকায় জেলার মানুষ উন্নত চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
এ ছাড়া শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও জেলায় কোনো সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত না হওয়ায় উচ্চশিক্ষা ব্যয়বহুল হয়ে পড়েছে। অথচ প্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গ্যাসক্ষেত্র, নদী ও স্থলবন্দর, চাল উৎপাদন এবং প্রবাসী আয়সহ জাতীয় অর্থনীতিতে ব্রাহ্মণবাড়িয়ার অবদান অনেক।
ফাহিম মুনতাসির বলেন, ‘গত পাঁচ বছর ধরে এই দাবি জানিয়ে আসছি। জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, যার অনুলিপি প্রধান উপদেষ্টা, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কাছেও পৌঁছেছে। এখন সময়ের দাবি—এই জেলায় সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন।’
মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।