আ. লীগ নেতার অন্তর্ভুক্তি বিতর্কে এনসিপির কমিটি স্থগিত

আ. লীগ নেতার অন্তর্ভুক্তি বিতর্কে এনসিপির কমিটি স্থগিত
আ. লীগ নেতার অন্তর্ভুক্তি বিতর্কে এনসিপির কমিটি স্থগিত  © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি গঠনের মাত্র দুই দিনের মাথায় নানা অভিযোগ ও বিতর্কের মুখে কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) তান্না ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশে এবং জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী নালিতাবাড়ী উপজেলা কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। কমিটির বিরুদ্ধে নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপ এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা পর্যায়ের সব সাংগঠনিক কার্যক্রম জেলা শাখার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ নির্দেশনা মেনে চলতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে।

এর আগে ১৯ জুন রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত ৩১ সদস্যের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে প্রধান সমন্বয়ক ছিলেন গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমেদ। যুগ্ম সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাশেদুল হাসান লিখন, মমিনুল ইসলাম, মেরিনা আশা, জাহিদুল ইসলাম, আ. র. ম. বাকি বিল্লাহ, আবীর দেবনাথ দিপু, মেহেদী ফয়সাল সোহাগ, মাসুদ রানা, মেহেদী হাসান রুবেল ও মো. রেজাউল কিবরিয়া খান পনির। সদস্য হিসেবে যুক্ত হন হাফিজুর রহমান সাদিক, সঞ্জয় রায়, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, সামিয়া সুলতানা শারমিনসহ আরও অনেকে।

তবে কমিটিতে নিজের নাম ও মোবাইল নম্বর ব্যবহারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষানবিশ আইনজীবী সামিয়া সুলতানা শারমিন। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। কে বা কারা আমার অনুমতি ছাড়া নাম ও মোবাইল নম্বর কমিটিতে ব্যবহার করেছে, জানি না। আমি এ ঘটনার বিচার চাই।’

এছাড়া কমিটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। তাদের আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে তোলা ছবি ভাইরাল হয়, যা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে—‘আওয়ামী লীগের নেতাকর্মী কীভাবে এনসিপির কমিটিতে স্থান পেলেন?’

এই সমস্ত বিতর্ক ও অসন্তোষের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেয় এনসিপির জেলা শাখা। বিষয়টি নিশ্চিত করে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে নালিতাবাড়ী শাখার কমিটি স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে পরিচ্ছন্ন ইমেজের তরুণদের নিয়ে একটি গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি গঠন করা হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence