মিরপুরে সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পিতার জিডি

নিখোঁজ মো. আদি ইবনে জামান
নিখোঁজ মো. আদি ইবনে জামান  © টিডিসি ফটো

রাজধানীর মিরপুরের কাফরুল থানার সেনপাড়া পর্বতা এলাকা থেকে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। শিশুটির নাম মো. আদি ইবনে জামান। সে বিএএফ শাহীন কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে রবিবার (১৫ জুন) সকাল ৯টা ২০ মিনিটের দিকে নিজ বাসা থেকে বেরিয়ে যায় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পিতা মো. মনিরুজ্জামান।

ঘটনার পর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মনিরুজ্জামান। জিডি নম্বর ৮৪৯, তারিখ ১৫/০৬/২০২৫, ট্র্যাকিং নং 05GSER।

জিডি অনুযায়ী, নিখোঁজ আদি ইবনে জামানের গায়ের রং ফরসা, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ২৮ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল পেস্ট রঙের হাফহাতা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। শিশুটি ছোট চুলে পরিচিত।

পিতা মো. মনিরুজ্জামান বলেন, ‘সে বাসা থেকে বের হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও আশপাশের সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমি আমার ছেলের নিরাপদ ফিরে আসা কামনা করছি।’

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমরা জিডি পেয়েছি এবং শিশুটিকে উদ্ধারের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

যদি কেউ শিশুটির কোনো খোঁজ পান, তবে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: ০১৯১১২৪৫২২৩ / কাফরুল থানা: ০২-৯০০৪৯১২

নিখোঁজ শিশুটির দ্রুত ও নিরাপদ সন্ধান কামনা করছে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!