পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:০২ PM

নেত্রকোনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাসির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নাসির উদ্দিন কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনেরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যান নাসির উদ্দিন। এ সময় পুকুরের পানি সেচে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের তার ছিঁড়ে পানিতে পড়ে যায়। এতে পানি বিদ্যুতায়িত হয়ে নাসির বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা সুলতানা বলেন, নাসির উদ্দিনকে হাসপাতালে আনার কমপক্ষে ১৫ মিনিট পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশ এসে তাদের আইনি কার্যক্রম চলমান রেখেছেন।