গাছ কাটার সময় নিচে পড়ে প্রাণ গেল শ্রমিকের

নিহত ব্যক্তির মরদেহ দেখতে স্থানীয় লোকজনের  ভিড়
নিহত ব্যক্তির মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড়  © টিডিসি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়ায় গাছ কাটার সময় নিচে পড়ে নজরুল ইসলাম (৫০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম একটি গাছ কাটছিলেন। এ সময় পাশের একটি গাছের ডাল তার গায়ে আঘাত করলে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, প্রতি আসনে লড়ছেন ৯৩ ভর্তিচ্ছু

ঘটনার প্রত্যক্ষদর্শী জব্বার আলী বলেন, ‘নজরুল ভাই গাছে উঠেছিলেন কাটা শুরু করার জন্য। পাশের গাছের একটা ডাল হঠাৎ ভেঙে তার গায়ে পড়ে। তখনই তিনি গাছ থেকে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগেই তিনি মারা যান। এই মৃত্যু আমাদের সবাইকে কষ্টে ফেলেছে।’

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ সংবাদ