সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ PM

ময়মনসিংহের ভালুকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি মাইক্রোবাস ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন অটোরিকশার চালকসহ চারজন।
তারা আরও জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়া নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রোকেয়া বেগম (৪৮) নামে আরও একজন মারা যান।
এ বিষয়ে ভালুকা থানার ওসি সামছুল হুদা খান বলেন, সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।