মেট্রোরেলে অতিরিক্ত ভিড়, টিকিট বিক্রি বন্ধ

টিকিট না পেয়ে টিকিট বুথের সামনে অপেক্ষা করছেন যাত্রীরা
টিকিট না পেয়ে টিকিট বুথের সামনে অপেক্ষা করছেন যাত্রীরা  © টিডিসি ফটো

রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে মেট্রোরেলে প্রচণ্ড ভিড় দেখা যায়। যাত্রীদের অতিরিক্ত চাপে টিকিট বিক্রি সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড় বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।

আজ শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে শেওড়াপাড়া মেট্রো স্টেশনে টিকিট বিক্রি না করার নির্দেশনা দিতে দেখা গেছে। মেট্রোর টিকেট বিক্রিতে দায়িত্বরত কর্মকর্তারা জানান, মেট্রোতে অতিরিক্ত ভিড়ের কারণে জায়গা সংকুলান হচ্ছে। ফলে টিকিট দেওয়া বন্ধ করা হয়েছে। কয়েক ঘণ্টা পর এই সেবা আবার স্বাভাবিক হতে পারে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার পর থেকেই শেওরাপাড়া, আগারগাঁও, পল্টন, ও মতিঝিলসহ প্রতিটি এলাকায় মেট্রো স্টেশনে অস্বাভাবিক যাত্রীর চাপ সৃষ্টি হয়। বেশির ভাগ যাত্রীই মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে এসেছিল। এতে স্টেশনগুলোর প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতর অতিরিক্ত ভিড়ের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। 

এদিকে মেট্রোরেলের সেবা বন্ধ হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে জরুরি কাজে বের হয়ে মেট্রো স্টেশনে এসে আটকা পড়েন। কেউ কেউ বিকল্প যানবাহনের খোঁজে হেঁটে অন্য রুটে যেতে বাধ্য হন। মেট্রোরেলের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কেও এ কর্মসূচিকে কেন্দ্র করে যানজট দেখা দেয়। 


সর্বশেষ সংবাদ