মোটরসাইকেলের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ PM

যশোরে মোটরসাইকেলের পেছনে যাত্রাবাহী বাসের ধাক্কায় প্রাণ গেছে এক স্কুলছাত্রের। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধর্মতলা-ছুটিপুর সড়কের এড়ান্দা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম তাহসিন হোসেন (১০)। সে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মহাদেবপুর গ্রামের জহুরুল ইসলাম লিটনের ছেলে ও শহরের পুরাতন কসবার নতুন খয়ের তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে তাহসিন তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে ধর্মতলা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে এড়ান্দা পৌঁছালে যাত্রীবাহী বাস (যশোর-ব-০২-০০০৫) তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীযরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন।