ইসরায়েলি কোমল পানীয়: কক্সবাজারে ৫ রেস্টুরেন্টে ভাঙচুর

  © সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ জনতা। এ সময় ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে অন্তত ৫টি রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান গণমাধ্যমকে জানান, পুলিশ মিছিলের আগে পিছে ছিল। কিছু অতি উৎসাহী মানুষ ইসরায়েলি পণ্য রাখার অভিযোগে কয়েকটি রেস্টুরেন্টের সাইনবোর্ড নামিয়ে ফেলেছে।

এদিকে সিলেটের এক রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।


সর্বশেষ সংবাদ