পারিবারিক দ্বন্দ্বে চাচার কোপে ভাতিজার মৃত্যু
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ০১ এপ্রিল ২০২৫, ১০:০২ PM

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাওসার আহমেদ রকি (২৭) ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয় নিয়ে চাচা রবিউল ইসলামের (৩০) সঙ্গে কাওসারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া দিয়ে কাওসারকে কুপিয়ে গুরুতর আহত করেন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।