মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে গিয়ে প্রাণ গেল শিশুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:৪১ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১১:৪১ PM

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার বছরের এক শিশুর। আজ শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তানহা। সে উপজেলার গোয়ালকারী গ্রামের বাসিন্দা ও ডাঙ্গী বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবীরের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা ও মেয়ে ঈদের নতুন কাপড় কিনতে বাজারের উদ্দেশে রওনা হন। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির যানবাহন এসে শিশুটিকে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই শিশুটি নিথর হয়ে পড়ে। স্থানীয়রা ছুটে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বলে জানান বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত সরকার।
স্থানীয়দের অভিযোগ, এলাকার সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ না করা গেলে এমন মর্মান্তিক দুর্ঘটনা আরও বাড়তে পারে। ঈদের আগে বাজারগুলোতে মানুষের ভিড় বাড়লেও যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা হয়নি বলে জানান তাঁরা।