রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  © প্রতীকী ছবি

রাজশাহীর বেলপুকুর বাজার সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জহুরুল ইসলাম (৩৫) এবং মিজানুর রহমান (৪০)। তারা নাটোরের চাঁদপুর, পাবনা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ