রিংটোন বেজে ওঠায় মারধর, আইসিউতে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ১০:৩১ AM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফজরের নামাজের সময় মোবাইলে রিংটোন বেজে উঠার জেরে ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) উপজেলার গোপালদী পৌরসভার কল্যান্দি এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পপুলার হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আহত শ্রাবন মিয়া (১৮) কল্যান্দির মোক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
শ্রাবনের বাবা মোক্তার হোসেন বলেন, শুক্রবার ফজরের সময় আমার ছেলে কল্যান্দির মারকাজ মসজিদে নামাজ পড়তে যায়, ভুলবশত তার মোবাইলে নামাজরত অবস্থায় ফোনের রিংটোন বেজে উঠে। এই নিয়ে মসজিদের কিছু তরুণদের সাথে শ্রাবনের তর্কাতর্কি হয়। এর জের ধরে বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু তরুন রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে আহত করে শ্রাবন কে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন শ্রাবন কে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু শ্রাবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা কলেজ মেডিকেলে হস্তান্তর করা হয়। পরে শ্রাবনকে গুরতর অবস্থায় ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। শ্রাবনের এলাকার লোকজন উক্ত ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।
এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।