সেহরির পর ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:১৩ PM , আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৯:১৩ PM

লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। সেহরি খাওয়ার পর ঘুরতে বের হয়েছিলেন তারা। আজ বুধবার ( ১৯ মার্চ) জেলার চন্দ্রগঞ্জ থানার বসুরহাট বাজারের পাশে গুয়ার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরে উপজেলার নুরুল্লাপুর গ্রামের আবুল হাসেমের ছেলে বাবু (২৬) ও একই এলাকার বেলাল হোসেনের ছেলে মাহবুব (১৮) মোটরসাইকেল নিয়ে বের হন। বসুরহাট এলাকার গুয়ার বাড়ির দরজার কাছে রাস্তা পার হওয়ার সময় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তারা।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স আরেকটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর বিকল্প একটি যানবাহনে করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত যুবকের বন্ধু মাহবুবের অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে।