সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে ভ্যানচালকের মানবেতর জীবনযাপন, সাহায্যের আবেদন

মো. আলমগীর শরীফ
মো. আলমগীর শরীফ  © টিডিসি

সড়ক দুর্ঘটনায় বাঁ পায়ে গুরুতর আহত হয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়ে গেছেন পটুয়াখালীর দুমকী উপজেলার ভ্যানচালক মো. আলমগীর শরীফ (৫০)। তার পক্ষে এখন আর চিকিৎসা খরচ জোগানো সম্ভব নয়। তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পঙ্গু আলমগীর হোসেন শরীফ উপজেলার লেবুখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়র্ডের পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা। 

আজ রবিবার (১৬ মার্চ) সরেজমিনে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলমগীর শরীফ গত বছরের ২০ জানুয়ারি উপজেলার থানা ব্রিজের পূর্ব পার্শ্বে লেবুখালী-বাউফল মহাসড়কে পেছন থেকে একটি অটোগাড়ি তার ভ্যানকে ধাক্কা দিলে সামনে থাকা অপর একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তার বাঁ পায়ের হাঁটুর হাড় ভেঙে ২২ টুকরা হয়ে যায়। দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। ওই সময় তার বাঁ পায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিপুল অর্থ ব্যয় হয় তার। তবুও তিনি পরিপূূর্ণ সুস্থ না হলে শেষ সহায় সম্বলটুকু বিক্রি করে নিংস্ব হয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন অতিদ্রুত তার পায়ের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাসের হার ২০ শতাংশ

পঙ্গু আলমগীর হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ভাঙা পা নিয়ে সব সময় শুয়ে-বসে থাকতে হয়। কী খাব আর কী দিয়ে পায়ের চিকিৎসা করাব, তা বুঝতে পারছি না। সমাজের বিত্তবানসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। আমার মোবাইল নম্বরে ০১৭৯৪৪০৫০৪৪ (নগদ অ্যাকাউন্ট) ও ০১৩৩৪০৮৩৮১ (বিকাশ অ্যাকাউন্ট) সাহায্য করার অনুরোধ করছি ।’

পূর্ব কার্তিকপাশা গ্রামের নূর মোহাম্মদ ও  রফিকুল ইসলামসহ অন্য প্রতিবেশীরা জানান, ভ্যান চালিয়ে আলমগীরের ৬ সদস্যের পরিবার চলত। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আলমগীরের জীবন এলোমেলো হয়ে গেছে। তারা সাধ্যমতো সহযোগিতা করছেন। সমাজের বিত্তবান তার পাশে দাঁড়ালে পরিবারটা বেঁচে যেতো।

এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, ভ্যানচালক আলমগীর আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence