মহিমাগঞ্জ রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাবিরতিতে এলাকাবাসীর উচ্ছ্বাস

গাইবান্ধার মহিমাগঞ্জ স্টেশন
গাইবান্ধার মহিমাগঞ্জ স্টেশন  © টিডিসি

গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্তে উচ্ছ্বসিত এলাকাবাসী। রেল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে মহিমাগঞ্জসহ গোবিন্দগঞ্জ উপজেলায় খুশির জোয়ার বইছে। আজ সোমবার (১০ মার্চ) থেকে মহিমাগঞ্জ রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি কার্যকর হয়।

মহিমাগঞ্জ রেলস্টেশনটি গাইবান্ধা জেলার শিল্পাঞ্চলখ্যাত ও গোবিন্দগঞ্জ উপজেলার প্রধান রেলস্টেশন হিসেবে পরিচিত। শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যিক কর্মকাণ্ডে সমৃদ্ধ এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন তিনটি আন্তঃনগর ট্রেন যাতায়াত করলেও এখানে কোনো ট্রেনের যাত্রাবিরতি ছিল না। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ক্ষোভ ও দাবি ছিল। রেলপথে ঢাকায় যাতায়াতের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রেল কর্তৃপক্ষ এবার তাদের দাবি পূরণ করেছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ৫৪ ন ম্বর টাইম টেবিলে মহিমাগঞ্জ রেলস্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির উল্লেখ করা হয়েছে। ঢাকা থেকে বুড়িমারীর মধ্যে চলাচলকারী ৮০৯ আপ ও ৮১০ ডাউন আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন দুটি মহিমাগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি দেবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার ঢাকামুখী ডাউন ও বুধবার বুড়িমারীমুখী আপ ট্রেন দুটি বন্ধ থাকবে। অন্যান্য দিন বিকেল ৩.৪৫ মিনিটে বুড়িমারীমুখী আপ ও রাত ১.৩০ মিনিটে ঢাকামুখী ডাউন ট্রেন মহিমাগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি দেবে।

আরও পড়ুন: নতুন এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে ডিসেম্বরের বেতন কবে?

মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সোহাগ খান এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকাবাসীর সুবিধা ও চাহিদা বিবেচনা করে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এতে করে মহিমাগঞ্জ ও আশেপাশের এলাকার মানুষ সরাসরি ঢাকায় যাতায়াতের সুবিধা পাবেন।  

এলাকাবাসীর মতে, এই সিদ্ধান্ত শুধু যাতায়াতের সুবিধাই বাড়াবে না, বরং স্থানীয় অর্থনীতি ও বাণিজ্যিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে। মহিমাগঞ্জ রেলস্টেশনের মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হওয়ায় শিক্ষা, চিকিৎসা ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।  

রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। মহিমাগঞ্জ রেলস্টেশনের মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হওয়ায় এই অঞ্চলের উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন স্থানীয়রা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence