জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ০৬:২৯ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২২, ০৬:৩৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির একাধিক পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
পদের বিবরণ:
পদের নাম: কম্পিউটার এ্যাটেনডেন্ট, মেডিকেল সেন্টার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাশ এবং ট্রেন্ড সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
আরও পড়ুন: দুই দশকে সাত বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ
পদের নাম: মালী (পরিবহন অফিস)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ। এসএসসি/এইচএসসি পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
পদের নাম: ক্লিনার (পরিবহন অফিস)
পদসংখ্যা: ১টি।
যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ। এসএসসি/এইচএসসি পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আরও পড়ুন: স্নাতক পড়ুন কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ে
পদের নাম: সুইপার (পরিবহন অফিস)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ। এসএসসি/এইচএসসি পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদেরকে সাদা কাগজে নিজের নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদের কপি, নিজের আইডি কার্ডের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, (উল্লেখ্য সকল সার্টিফিকেট/প্রশংসাপত্র, আইডি কার্ড সত্যায়িত করতে হবে) অগ্রণী ব্যাংকের যে কোন শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-৬৮ নম্বর হিসাবে ২০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে, জমা রশিদসহ ছয় কপি দরখাস্ত আগামী ১০ ফেব্রুয়ারির মধ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর সরাসরি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ফেব্রুয়ারি ২০২২।