অডিটরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮২১

লোগো
লোগো  © ফাইল ছবি

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয় ও এর আওতাধীন অডিট অধিদপ্তরের অডিটর পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৮২১ জনকে উত্তীর্ণ  করা হয় পরবর্তী লিখিত পরীক্ষার জন্য।

গতকাল সোমবার (১০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকৃতরা বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (www.cag.gov.bd) এই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে ভর্তির ফল প্রকাশ

এর আগে একসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা নেওয়া হয় গত ১৭ ডিসেম্বর। এদিকে মৌখিক পরীক্ষার তারিখ শিগগিরই পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.cagbd.org) পাওয়া যাবে।

অডিটর (১১তম গ্রেড) পদের লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওইদিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হয়।


সর্বশেষ সংবাদ