পাঁচ ব্যাংকে অফিসার পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি

  © লোগো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচ ব্যাংকে ১ হাজার ৫১৮ অফিসার (ক্যাশ) পদে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জুন পর্যন্ত সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংক, রূপালী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সমন্বিতভাবে ১ হাজার ৫১১ জন অফিসার (ক্যাশ) পদে আবেদন করা যাবে।

একই সাথে সোনালী ব্যাংক ও জনতা ব্যাংকে ৭ জন সিনিয়র অফিসার (প্রকৌশলী-মেকানিক্যাল) পদে আবেদনের সময়সীমাও ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

উভয় পদে আবেদন শেষে ১৪ জুন পর্যন্ত ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে। পদগুলোতে আবেদনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!