ইউএনডিপিতে ইন্টার্ন হওয়ার সুযোগ

১৮ ডিসেম্বর ২০১৯, ০৯:০১ PM

© ফাইল ফটো

জাতিসংঘ উন্নয়ন সংস্থা  ইউএনডিপির নিউইয়র্ক হেডকোয়ার্টারে কমিউনিকেশন ইন্টার্ন নেয়া হচ্ছে।

জাতিসংঘের সাউথ-সাউথ করপোরেশন অফিস (ইউএনওএসএসসি) তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য বুয়েন্স আয়ার্স প্লান অফ একশন অনুযায়ী পরামর্শক ও সহযোগী হিসেবে কাজ করে, যাতে করে উন্নয়নশীল দেশগুলো ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।

ইউএনওএসএসসি তরুণদের জন্য ইন্টার্নশীপ প্রোগ্রাম নিয়েছে জাতিসংঘের কাজ সম্পর্কে তাদের ধারণা বৃদ্ধির জন্য। এই ইন্টার্নশীপ তরুণদের নেতৃত্ব ও পেশাদারী গুণাবলী বিকাশে সহায়ক হবে।

ইন্টার্ন এর দ্বায়িত্ব সমূহ:

  • বিভিন্ন প্রোগ্রামের ফলাফল সম্পর্কিত ড্রাফট রিপোর্ট বানানো
  • কমিউনিকেশন ম্যাটারিয়াল তৈরী করা যা ইউএনওএসএসসি এর অর্জনসমূহকে হাইলাইট করবে
  • এক্সিকিউটিভ অফিসকে যোগাযোগ রক্ষায় সহযোগিতা করা।
  • ইউএনওএসএসসির প্রতিনিধিদের জন্য ব্রিফ, ব্যাকগ্রাউন্ড নোটস,স্পিচের ড্রাফট সরবরাহ করা
  • সাউথ-সাউথ ও ট্রাইএংগুলার সহযোগীতা বাড়ানোর জন্য তথ্য ব্যবস্থাপনা এবং যোগাযোগ বাড়াতে সহযোগিতা করা।
  • নতুন সুযোগ ও রিসোর্স তৈরিতে সহযোগিতা করা।
  • অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করা।


সুযোগ সুবিধাসমূহ:
বিস্তারিত জানতে অফিসিয়াল লিংকে দেখুন।

আবেদনের যোগ্যতা:
কমিউনিকেশন ফিল্ড ফর ডেভেলপমেন্ট, সাংবাদিকতা,সামাজিক বিজ্ঞান অথবা এই ধরনের একাডেমিক পড়াশোনা থাকতে হবে।গ্রাজুয়েট হতে হবে।অথবা নূন্যতম ব্যাচেলর ডিগ্রির ফাইনাল ইয়ারে অধ্যয়নরত হতে হবে।

অভিজ্ঞতা:

  • আন্তজার্তিক সম্পর্ক/উন্নয়ন সম্পর্কিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে
  • জাতিসংঘের কাজের সিস্টেম সম্পর্কে জানা থাকলে ভালো হবে
  • ইংরেজিতে সাবলীল হতে হবে।
  • জাতিসংঘের বাকি ৫টি অফিসিয়াল ভাষার(আরবি,চাইনিজ,ফ্রেঞ্চ,রাশিয়ান,স্প্যানিশ) মধ্যে কোন একটাতে দক্ষতা থাকলে ভালো হবে।

শর্তাবলী:

  • ইন্টার্নকে কোন বেতন দেয়া হবে নাহ।সকল খরচ নিজে বহন করতে হবে।
  • ইন্টার্নের জন্য কোনরকম মেডিকেল বা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থা জাতিসংঘ করবে না।
  • ইন্টার্নশীপ শেষ হওয়ার পরে জাতিসংঘে চাকরী পাবার কোন ব্যবস্থা থাকবে না।এই ইন্টার্নশীপ মূলত
  • আবেদনকারীর ইন্টার্ন স্টাডি হিসেবে করা হবে।
  • যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সবার জন্য প্রযোজ্য


আবেদন পদ্ধতি
লিংকে গিয়ে আবেদন করুন।

ইন্টারভিউর জন্য বাছাইকৃত আবেদনকারীদের অবশ্যই নিচের ডকুমেন্ট গুলো জমা দিতে হবে:

বিশ্ববিদ্যালয় যে গ্রাজুয়েট লেভেলের ইন্টার্নশীপ অনুমোদন করেছে তার অফিশিয়াল লেটার জমা দিতে হবে।

এছাড়া নির্বাচিত প্রতিযোগীকে নিচের ডকুমেন্টসমূহ জমা দিতে হবে:

  • ইউএনডিপি ইন্টার্নশীপ এপ্লিকেশন ফর্ম (অফিশিয়াল লিংকে পাবেন)
  • সাম্প্রতিক সিভি
  • স্কুলের ট্রান্সক্রিপ্ট
  • একজন প্রফেসরের রিকমেন্ডেশন লেটার
  • সাক্ষরিত ইউএনডিপি ইন্টার্নশীপ এগ্রিমেন্ট
  • ভালো স্বাস্থ্যের প্রমাণ হিসেবে মেডিকেল সারটিফিকেট মেডিকেল ইন্স্যুরেন্সের প্রমাণ
  • পাসপোর্ট ও যুক্তরাষ্ট্রে ওয়ার্কিং ভিসার কপি

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০১৯

পে স্কেলের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ, বাস্তবায়ন কি চলত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে ইউএনওর বাগবিতণ্ডার অভিযোগ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির ফল কবে, যা জ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
আ.লীগের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাফসান-জেফারের বিয়ের পর ফেসবুক পোস্টে যা বললেন সাবেক স্ত্রী…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9