নোবিপ্রবি বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৬

১৭ বিভাগে ২৬ জন শিক্ষক নিয়োগে আবেদন চলছে নোবিপ্রবিতে
১৭ বিভাগে ২৬ জন শিক্ষক নিয়োগে আবেদন চলছে নোবিপ্রবিতে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ১৭ বিভাগে ২৬ জন শিক্ষক নিয়োগে ১০ মার্চ প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: অধ্যাপক;

পদসংখ্যা: ২ (স্থায়ী);

বিভাগ: আইন বিভাগ (১টি), পরিসংখ্যান বিভাগ (১টি);

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

২. পদের নাম: সহযোগী অধ্যাপক;

পদসংখ্যা: ৮ (স্থায়ী);

বিভাগ: প্রাণিবিদ্যা বিভাগ (১টি), মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগ (১টি), রসায়ন বিভাগ (১টি), পদার্থবিজ্ঞান বিভাগ (১টি), আইন বিভাগ (১টি), রাষ্ট্রবিজ্ঞান বিভাগ (১টি), সমাজকর্ম বিভাগ (১টি) এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ (১টি);

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪);

আরও পড়ুন: নন-ক্যাডারে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ১,৭০৭

৩. পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ৪ (স্থায়ী);

বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি), ওশানোগ্রাফি বিভাগ (১টি) এবং মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগ (১টি);

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

৪. পদের নাম: প্রভাষক;

পদসংখ্যা: ১২ (স্থায়ী);

বিভাগ: অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ (২টি), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (১টি), ওশানোগ্রাফি বিভাগ (১টি), বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ (১টি), রসায়ন বিভাগ (১টি), পদার্থবিজ্ঞান বিভাগ (১টি), আইন বিভাগ (২টি), সমাজবিজ্ঞান বিভাগ (১টি), এবং শিক্ষা প্রশাসন বিভাগ (২টি),

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আরও পড়ুন: খাদ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৯১

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে কম্পিউটার কম্পোজ করে আবেদন করতে হবে। কোনো বিষয়ে বিস্তৃত বিবরণের প্রয়োজন হলে অতিরিক্ত কাগজ ব্যবহার করে দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদের জন্য ১২ সেট আবেদনপত্র এবং সহকারী অধ্যাপক/প্রভাষক পদের জন্য ১০ সেট আবেদন (আবেদন ফরম, সিভি, সার্টিফিকেট, মার্কশিট/ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট, মূল সেটের সঙ্গে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপিসহ) সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে জমা দিতে হবে। খামের ওপর নাম-ঠিকানা, সংশ্লিষ্ট পদ ও বিভাগের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ প্রতি পদের বিপরীতে ২০০ টাকা করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয় হিসাব নম্বর-০২০০০০৫৩২৬৫৮৪, অগ্রণী ব্যাংক পিএলসি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় অনলাইনে জমা দিয়ে মূল রশিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করে রশিদের ক্রমিক নম্বর আবেদনে উল্লেখ করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট


সর্বশেষ সংবাদ