৫৭৯০০ বেতনে চাকরি আশা এনজিওতে, অভিজ্ঞতা না থাকলেও আবেদন

ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগে আবেদন চলছে আশা এনজিও
ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগে আবেদন চলছে আশা এনজিও  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও আশা। সংস্থাটি প্রোগ্রাম বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে ৫ কর্মী নিয়োগে মঙ্গলবার (২১ জুন) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে—চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত ৫৭ হাজার ৯০০ টাকা বেতনের বাইরেও সংস্থার নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: আশা;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি;

বিভাগ: প্রোগ্রাম;

পদসংখ্যা: ৫টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৫৭,৯০০ টাকা; 

আরও পড়ুন: ৫৫৯০০ বেতনে চাকরি বেসরকারি উন্নয়ন সংস্থায়, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা—

*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা;

*বৈশাখী ভাতা;

*কর্মচারী গ্রুপ বেনিফিট ফান্ড;

আরও পড়ুন: আন্তর্জাতিক বেসরকারি সংস্থা নিয়োগ দেবে ঢাকায়, উচ্চ বেতনের সঙ্গে দেবে নানান সুবিধা

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

বয়স: ৩৪ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*অর্থনীতি/ডেভেলপমেন্ট স্ট্যাডিজ/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

আরও পড়ুন: ৩৭০০০-৪০৫০০ বেতনে চাকরি বেসরকারি সংস্থায়, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ দেবে নানান সুবিধা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম


সর্বশেষ সংবাদ