৩৯০০০ বেতনে চাকরি ডিপিডিসিতে, যাতায়াত-বৈশাখী ভাতাসহ দেবে নানান সুবিধা

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) নিয়োগে আবেদন চলছে ডিপিডিসিতে
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) নিয়োগে আবেদন চলছে ডিপিডিসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর)’ পদে ৯ কর্মীর চুক্তিভিত্তিতে নিয়োগে ৩১ ডিসেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি);

১. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর);

পদসংখ্যা: ৯টি;

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩ বছরের চুক্তি);
 
বেতন: ৩৯,০০০ টাকা;

আরও পড়ুন: ডিপিডিসি নেবে ৪৭ অফিসার, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা—

*কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ);

*যাতায়াত ভাতা;

*মেডিকেল ভাতা;

*উৎসব ভাতা বছরে ২টি;

*নববর্ষ ভাতা;

*গ্রুপ ইনস্যুরেন্স;

*অর্জিত ছুটি নগদায়ন;

আরও পড়ুন: ৩০ সিনিয়র এক্সিকিউটিভ নেবে নাবিল গ্রুপ, আবেদন বয়স ২৫ হলেই

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*এইচআর/ম্যানেজমেন্ট/ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)/ইন্টারন্যাশনাল বিজনেস/অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/ইন্টারন্যাশনাল রিলেশনস/অর্থনীতি/আইন/মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা,

*এইচআর/ম্যানেজমেন্ট/এমআইএস/ইন্টারন্যাশনাল বিজনেস/অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

*গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৪ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি, আবেদনের সুযোগ এসএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এই লিংকে লগইন করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের সার্ভিস রকেট থেকে আবেদন ফি বাবদ প্রতি পদের জন্য ১,৫০০ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ