প্রাথমিক সহকারী শিক্ষক
শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি জানুয়ারিতে, পরীক্ষা মার্চে
- শিহাব উদ্দিন
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৭:১০ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০৭:২০ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসে এ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় পরীক্ষা আগামী জানুয়ারি মাসে আয়োজন করা হতে পারে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা চলাকালীন চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্য পদের বিপরীতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
‘ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য হয়েছে। এছাড়া অনেক শিক্ষক অবসরে যাবেন। ফলে বেশ কিছু পদ শূন্য হবে। এই পদগুলোর বিপরীতে আমরা জানুয়ারি মাসে চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এ ধাপের পরীক্ষা আগামী বছরের মার্চে আয়োজন করা হতে পারে’— ফরিদ আহাম্মদ, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সহকারী শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসে এ বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে। সবকিছু নির্ভর করছে নির্বাচন পরবর্তী পরিস্থিতির উপর। পরিস্থিতি ভালো থাকলে জানুয়ারি মাসেই চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা জানুয়ারিতে
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য হয়েছে। এছাড়া অনেক শিক্ষক অবসরে যাবেন। ফলে বেশ কিছু পদ শূন্য হবে। এই পদগুলোর বিপরীতে আমরা জানুয়ারি মাসে চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এ ধাপের পরীক্ষা আগামী বছরের মার্চে আয়োজন করা হতে পারে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল গত ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ফরিদ আহাম্মদ, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
তিন ধাপে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ১১ লাখ ৪৯ হাজার ৪৩১ জন। এর মধ্যে প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন চাকরিপ্রার্থী। ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আবেদন করেছেন ৩ লাখ ৪৯ হাজার ৪৩৮ জন।
এই নিয়োগের অনুমোদিত শূন্য পদের মধ্যে বেশির ঢাকা বিভাগে— ১ হাজার ৩৬৫ এবং সবচেয়ে কম সিলেট বিভাগে—৪১১টি। এ ছাড়া বরিশালে ৮৭১টি, রংপুরে ৯৮৮, খুলনায় ৯৪০, ময়মনসিংহে ৫৯৯, রাজশাহীতে ১ হাজার ৫৮টি এবং চট্টগ্রামে ১ হাজার ২৩১টি শূন্য পদ রয়েছে।