৮ম-১৯তম গ্রেডে বিআরপিএলে চাকরি, জেএসসি পাসেই আবেদনের সুযোগ

৮ম-১৯তম গ্রেডে বিআরপিএলে চাকরি
৮ম-১৯তম গ্রেডে বিআরপিএলে চাকরি  © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল)। প্রতিষ্ঠানটি ৮ ক্যাটাগরির পদে ৮ম–১৯তম গ্রেডে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর। 

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ২০
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫-এর স্কেলে ৩ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বেতন: মূল বেতন ৫২,০০০ টাকা (গ্রেড-৮)

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএসই/আইটি/ইসিই/ইটিই/সিএস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আইসিটি/এমআইএসে জানাশোনা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫-এর স্কেলে ৩ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বেতন: মূল বেতন ৫২,০০০ টাকা (গ্রেড-৮)

৩. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/পাওয়ার/সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫-এর স্কেলে ৩ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বেতন: মূল বেতন ৪০,০০০ টাকা (গ্রেড-১০)

৪. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম/ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫-এর স্কেলে ৩ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বেতন: মূল বেতন ৪০,০০০ টাকা (গ্রেড-১০)

৫. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস/অডিট)
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি বা অ্যাকাউন্টিং/ফিন্যান্সে বিবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫-এর স্কেলে ৩ এবং ৪-এর স্কেলে ২.৫ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।
বেতন: মূল বেতন ৪০,০০০ টাকা (গ্রেড-১০)

৬. পদের নাম: ইলেকট্রিশিয়ান (গ্রেড-৩)
পদসংখ্যা: ১
যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কোনো প্রতিষ্ঠান থেকে এইচএসসি (ভকেশনাল) ট্রেড কোর্স পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ–৫-এর স্কেলে ২.৫ থাকতে হবে।
বেতন: মূল বেতন ২৩,০০০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম: ড্রাইভার (লাইট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মূল বেতন ২০,০০০ টাকা (গ্রেড-১৫)

৮. পদের নাম: গার্ডেনার
পদসংখ্যা: ২
যোগ্যতা: জেএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মূল বেতন ১৪,৫০০ টাকা (গ্রেড-১৯)

বয়সসীমা
১৫ নভেম্বর ২০২৩ তারিখে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধ/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। 

আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা; ৩ থেকে ৫ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৫৮ টাকা; ৬ ও ৭ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ৮ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ