জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রশাসনিক অফিসার পদে লোক নেবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রশাসনিক অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ/সিজিপিএ–২.৫ ও স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ওপর ইস্যুকৃত ৬০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা অগ্রণী ব্যাংকের বিবিধ জমা রসিদের মাধ্যমে ৬০০ টাকা অগ্রণী ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-৬৮ নম্বর হিসাবে জমা দিতে হবে।
যেভাবে আবেদন: প্রার্থীদের রেজিস্ট্রার অফিস থেকে আবেদনের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরম পূরণ করে ১০ কপি দরখাস্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সার্টিফিকেটের সত্যায়িত কপি প্রতি সেটের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে।
আরও পড়ুন: ১৩-১৬তম গ্রেডে ভূমি মন্ত্রণালয়ে চাকরি
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
