৯ম গ্রেডে গবেষণা কর্মকর্তা নিয়োগ দেবে পাউবি

গবেষণা কর্মকর্তা
গবেষণা কর্মকর্তা  © প্রতীকী ছবি

সম্প্রতি চার ক্যাটগরির একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রতিষ্ঠানটি তাদের ৪ ক্যাটাগরির পদে ৯ম গ্রেডে ৬ জন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে।

১. পদের নাম: গবেষণা কর্মকর্তা (পরিবেশ ও বন)

পদসংখ্যা: ৩টি

যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে ভূগোল, পরিবেশ বা বন বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: গবেষণা কর্মকর্তা (কৃষি)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: গবেষণা কর্মকর্তা (মৎস্য)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে ফিশারিজ বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: গবেষণা কর্মকর্তা (মৃত্তিকা)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পাউবোর ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটে (https://orms.bwdb.gov.bd/orms/) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ৬০০/- টাকা

আবেদনের শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৩

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://bwdb.gov.bd/archive/pdf/11873.pdf


সর্বশেষ সংবাদ