ক্যান্সারে আক্রান্ত ২৮তম বিসিএসের পুলিশ কর্মকর্তা মাহরুফা আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৮ PM
অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন ২৮তম বিসিএসের পুলিশ কর্মকর্তা মাহরুফা হোসেন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী পুলিশদের একটি প্লাটফর্মে এ তথ্য প্রকাশ করা হয়। মৃত্যুর আগে মারুফা হোসেন পুলিশ স্টাফ কলেজে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
মাহরুফা হোসেনের সহকর্মীরা জানান, তিনি ২০১৫ সাল থেকে ক্যান্সারে ব্রেন ক্যান্সারে ভুগছিলেন এবং ২০২১ থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় আইসিইউতে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়েছিল।
উল্লেখ্য, মাহরুফা হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী। সহকর্মীদের নিকট তিনি হাসিখুশি এবং বিনয়ী একজন কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন।