স্যানিটারি ন্যাপকিন বিক্রি করায় বইমেলায় স্টল বন্ধ!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৬ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ PM

স্যানিটারি ন্যাপকিন প্রদর্শন ও বিক্রি করায় অমর একুশে বইমেলায় বরাদ্দকৃত দুইটি স্টল বন্ধ করা হয়েছে। অভিযোগ উঠেছে, এক ‘ইসলামিস্ট’ গ্রুপের আপত্তি ও মব সংস্কৃতির ভয়ে স্টল দুইটি বন্ধ রাখতে বাধ্য হয় মেলা আয়োজক সংস্থা বাংলা একাডেমি।
স্যানিটারি ন্যাপকিনের মতো এত গুরুত্বপূর্ণ ও দৈনন্দিন ব্যবহারের পণ্যের স্টল হুমকির মুখে বন্ধ রাখায় বাংলা একাডেমিকে ধিক্কার জানাচ্ছেন নেটিজেনরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, স্টল দুটি কালো কাপড় দিয়ে আবৃত।
জানা যায়, প্রাণ আরএফএল গ্রুপের নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পণ্য ব্রান্ড স্টে-সেইফ বইমেলা প্রাঙ্গণে দুটি স্টল পরিচালনা করে আসছে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে।
এ নিয়ে মেলার সহযোগী প্রতিষ্ঠান ড্রিমার ডংকি প্রাইভেট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী প্রাণ-আরএফএল গ্রুপ কর্তৃপক্ষকে ১৪ ফেব্রুয়ারি একটি চিঠি দিয়েছেন।
সেখানে তিনি লিখেন, প্রথম দিকে কোন সমস্যা না থাকলেও ১১ ফেব্রুয়ারির পর থেকে বেশ কিছু ইসলামিস্ট গ্রুপ ন্যাপকিনকে গোপন পণ্য বলে আখ্যা দেয় এবং এর প্রকাশ্য প্রদর্শনী বা বিক্রি বন্ধে দাবি জানায়। এরপর দিন আরো অনেক মানুষ প্রায় একই দাবি নিয়ে হাজির হয়। পরে বাংলা একাডেমি, পুলিশ, আনসার সহ ইভেন্ট ম্যানেজমেন্ট এর ভলান্টিয়ারদের সহযোগিতায় পরিস্থিতি ঠান্ডা করা হয়।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ১৩ ফেব্রুয়ারি স্টল দুটি খুলে দিলে কিছু গ্রুপ সরাসরি এসে বাংলা একাডেমিতে অভিযোগ করে। এদেশে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় মব হচ্ছে এসব বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। এধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য উক্ত স্টল দুটি বন্ধ করা অত্যাবশ্যকীয়। আপনাদের ব্যবসায়িক স্বার্থকে বিবেচনায় রেখে স্টল দুটি অন্য পণ্য (যেমন শিশু শিক্ষা সরঞ্জাম) দিয়ে প্রতিস্থাপনের অনুমতি দেয়া যেতে পারে আলোচনা সাপেক্ষে।
সে চিঠিতে বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম নোট লিখেন, ‘এ পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহাল | অতি দ্রুত এ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) যোগাযোগ করা হলে অধ্যাপক আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেলায় খাবার দোকান এবং পানীয় ছাড়া অন্য যেকোনো জিনিসপত্র বিক্রি করায় আমাদের নিষেধাজ্ঞা ছিল। আমাদের সাথে আলাপ না করে আমাদের ইভেন্ট ম্যানেজার এই দোকানগুলো করেছে। ফলে আমরা এই দোকানগুলো এমনিতেই বন্ধ করে দিতাম।
তিনি আরও বলেন, একটা বিশেষ পণ্যের সাথে এর সম্পর্ক নেই।
যদি খাবার দোকান এবং কোমল পানীয় ছাড়া অন্যকিছু বিক্রি না যায়, তাহলে চিঠিতে কেন শিশু শিক্ষা সরঞ্জাম দিয়ে পুনঃস্থাপন করার কথা বলা হলো? - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শিশু কর্নার একটা স্টল আছে। সেটার জন্য বলেছি। কিন্তু তারা সেখানে পেস্ট-ব্রাশ এগুলোও রাখায় আমরা সেটা ক্যান্সেল করেছি।
তবে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন গত কয়েক বছরেও বিক্রি করা হয়েছিল
স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহবায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদ লিখেছেন, বাংলা একাডেমি স্পষ্ট করুক, কোন কোন ইসলামিক গ্রুপ হুমকি দিয়ে এটা বন্ধ করিয়েছে। আমি তাদের বিরুদ্ধে দাঁড়াব। এভাবে অস্পষ্ট বাক্যে পুরো ইসলামপন্থার উপর দায় চাপানোর কোনো ষড়যন্ত্র যেন না হয়।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, নারীত্ব এবং মাতৃত্বের অপরিহার্য উপাদান হচ্ছে ঋতুস্রাব। এই সময়টায় মেয়েরা হরমোনের ভারসাম্যের ব্যাঘাত এবং ব্লাডলস করার কারণে এমনিতেই অনেক দুর্বল হয়ে পড়ে। তাদের এইসময় অতিরিক্ত যত্ন এবং বিশ্রাম প্রয়োজন হয়। হাইজিন মেইনটেইন করতে না পারলে এই সময় নানান রকম ভয়ংকর রোগের শিকার হতে পারেন নারীরা।
তিনি আরও বলেন, হাইজিন নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন অপরিহার্য। নারীকে বিশ্রামে রাখতে এই সময় তাকে ভারী কাজ করতে নিরুৎসাহিত করা হয়। কিন্ত সময়ের সাথে এটাকে নারীকে শোষণের হাতিহারে পরিণত করে তাকে সমজবিচ্ছিন্ন করার ইতিহাস আমরা দেখেছি। ২০২৫ সালে এসেও যখন এসব দেখতে হয় তখন প্রচন্ড হতাশ এবং ক্ষুব্ধ হই। একটা স্বাভাবিক জিনিসের বিরুদ্ধে এইভাবে মব তৈরি করার তীব্র প্রতিবাদ জানাই। নারীস্বাস্থ্যের জন্য মেন্সট্রুয়াল হাইজিন অপরিহার্য। এর উপর কোনো নিষ্পেষণ আমরা সহ্য করব না।