বইমেলায় নারী ভক্তের হাত ধরার ঘটনায় দুঃখ প্রকাশ কাফির

নারী ভক্তদের সাথে খুনসুটিতে ব্যস্ত কাফি
নারী ভক্তদের সাথে খুনসুটিতে ব্যস্ত কাফি  © সংগৃহীত

অমর একুশে বইমেলায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বই ‘অদৃশ্য অসুখ তুমি’ ও ‘ক্ষমা করবো না’ প্রকাশিত হয়েছে। মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। ভক্তদের সাথে করছেন খুনশুটি। তবে মেলার প্রথম দিকে নারী ভক্তদের হাত ধরা, ছেলেদের চেয়ে নারী ভক্তদের বেশি দৃষ্টি আকর্ষণ করা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এসব বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ভিডিওতে দায়িত্বশীল জায়গায় থেকে বইমেলার মতো পরিবেশে হাত ধরার জন্য দুঃখ প্রকাশ করেছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

প্রকাশিত ভিডিওতে তিনি বলেছেন, আমার সাথে অন্যায় করা হচ্ছে। যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করতেছেন। এই যে আলিঙ্গনের যে ছবিটা (অন্য একটা মোবাইলে একটা মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে) মানুষকে গিলাচ্ছেন। বলা হচ্ছে, কাফি জড়াজড়ি করছে। আরে ভাই, এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে একটা নাটকের ক্লিপ। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন। 

তিনি বলেন, বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি। সেটা নিয়ে এতদূর আসার কথা না। তবুও আমি আমার জায়গা থেকে সরি বলেছি। এখনো বলছি। বইমেলার মত একটা জায়গায় হাত ধরা ঠিক হয় নাই।

লেখা নিয়ে ট্রলের শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আমার মস্তিষ্কে যতটুকু আছে ততটুকু আমি দিতে পেরেছি। আপনার বই ভালো না লাগলে আপনি কিনবেন না। যারা কিনছেন তাদেরকে কিনতে দেন। বইমেলায় হাত ধরার সাথে নাটকের এই দৃশ্য মেলাচ্ছেন কেন? স্ক্রিপ্টে থাকলে হাগ করতে পারব না? এই যে মেয়েটাকে নিয়েও ট্রল করছেন, মেয়ে আমাকে কল দিয়ে বলে যে, ভাইয়া রাস্তায় দেখলে মানুষ হাসাহাসি করছে। সেটা অন্যায় করছেন না?

এদিকে তার বইয়ের বিষয়বস্তু, লেখার মান ও নারী ভক্তদের সাথে তার আচরণ নিয়ে সমালোচনা করেছেন বেশ কয়েকজন পরিচিত কন্টেন্ট ক্রিয়েটরও। পরবর্তীতে কাফিও তাদের সমালোচনার উত্তর দিয়ে ভিডিও বানান। 

তবে অনেকটাই হতাশ হয়ে কাফি অন্য এক ফেসবুক পোস্টে লিখেছেন, আমি নিয়মিত যাচ্ছি বই মেলায়। আমি আমার ভালোবাসার মানুষদের নিয়ে যেতে চাই বহুদূর। বাংলা একাডেমি যখন আমার বই নিষিদ্ধ করে দিবে তখন বইমেলাকে বিদায় জানিয়ে চলে আসবো বাসায়।


সর্বশেষ সংবাদ