স্কলারশিপে উচ্চশিক্ষা জাপানে, মাসিক ভাতা-বিমানে যাতায়াতসহ পাবেন নানা সুবিধা
মেক্সট স্কলারশিপ-২০২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ৩০ এপ্রিল প্রকাশিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা পর্যায়ে (মাস্টার্স ও পিএইচডি) ৩০ জন, আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ২৫ জন, কলেজ অব টেকনোলজি প্রোগ্রামের জন্য ১৫ জন এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজের জন্য ৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে।
- scholarship
- ০৫ মে ২০২৫ ২২:১৫